নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে ধান অবৈধ মজুদ কারয় দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চাঁচকৈড় বাজারে এই অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। অভিযানকালে সিদ্দিকুর রহমান অটো রাইস মিলের গোডাউনে চাহিদার চেয়ে ৩৩ মেট্রিক টন বেশী ধান মজুদ এবং বাজারের ভুষিমাল ব্যবসায়ী খালেক মোল্লার গদি ঘরে ২ হাজার ৫শত মণ ধান অবৈধ মজুত পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালতেরর মাধ্যমে সিদ্দিকুর রহমান রাইচ মিলকে ২০ হাজার টাকা জরিমানা এবং খালেক মোল্লাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আগামী ৭ দিনের মধ্যে মজুতকৃত ধান বিক্রি করার আদেশ দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হারুন অর রশিদ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা উম্মে কুলসুম।