নিজস্ব প্রতিবেদক
নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শীর্ষক এক সাক্ষাৎকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে সরকারী নির্দেশনা মোতাবেক স্থানীয় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এই সাক্ষাৎকারের আয়োজন করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা শমেস আলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করেন। শিক্ষার্থীরাও বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। আয়োজনে ভিন্ন ভিন্ন চারটি স্থানে ৭ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সাথে বীর মুক্তিযোদ্ধা শমেস আলীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস ভালভাবে শিখতে পারবে বলে জানান বীর মুক্তিযোদ্ধা শমেস আলী ।