নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন,ভাইস চেয়ারম্যান আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার ও প্রাথমিক শিক্ষা অফিসার খ.ম জাহাঙ্গীর হোসেন। টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বালক বিভাগে পৌর গুরুদাসপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে নারায়ারনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়। খেলায় বালক বিভাগে পৌর গুরুদাসপুর মডেল প্রাথমিক বিদ্যালয় ও বিলষা প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। বালিকা বিভাগে নারায়নপুর প্রাথমিক বিদ্যালয় ও চাপিলা প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। ৫০ মিনিটের দুইটি খেলায় বালক বিভাগে টাইব্রেকারে পৌর গুরুদাসপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে বিলষা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে বালিকা বিভাগে নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে চাপিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে উভয় দলের অধিনায়ক ও মানেজারের হাতে চ্যাম্পিয়ান ও রার্নারআপ ট্রপি তুলে দেওয়া হয়। উল্লেখ্য, টুর্ণামেন্টে পৌরসভা ও ছয় ইউনিয়নের চ্যাম্পিয়ান দল অংশ গ্রহণ করে।