নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে আসলাম হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক বিলশা পূর্ব পাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে।
নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৮ টার দিকে বিলশা গ্রামের নিজ বাড়িতে টিউবওয়েল মেরামতের কাজ করছিল আসলাম। কাজ করার সময় অসাবধানতা বসত বিদ্যুতের তারের সাথে টিউবওয়েলের লোহার পাইপ লেগে যায় । এতে লোহার পাইপটি বিদ্যুতায়িত হয়ে আসলাম বিদ্যুতায়িত হয়ে তিনি পড়ে যায়। ঘটনাটি প্রতিবেশীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বলেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যুর খবর তিনি জেনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি নিয়ে নিহতের পরিবারের কোন সদস্যর কোন অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাবার গন্যমান্য ব্যক্তিদের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।