নাটোরের গুরুদাসপুরে বিষধর সাপের কামড়ে সাদিয়া খাতুন (১০) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার উপজেলার দৌলতপুর গ্রামে এই ঘটনা ঘটে। সাদিয়া একই গ্রামের বিপুল আলীর মেয়ে ও নাজিরপুর বৃ-কাশো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে সাদিয়া সহপাঠিদের সাথে খেলা করছিল। একপর্যায়ে সে পাটকাঠি আনতে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়। এ সময় সাদিয়া কান্নাকাটি শুরু করলে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে প্রথমে তাকে গ্রাম্য ওঝা দিয়ে বিষ নামানোর চেষ্টা করেন। পরে সাদিয়ার অবস্থার অবনতি হলে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।