নাটোর প্রতিনিধি: নাটোরের বেসরকারী জেনারেল হাসপাতালের ক্যাশ ম্যানেজার মিতা খাতুন হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি হাসপাতালের মালিক আজিজ মোল্লাকে গ্রেফতার করেছে র্যাব-৫।
আজ বুধবার রাতে শহরের চকরামপুরস্থ জেনারেল হাসপাতালের ৪র্থ তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়। গ্রেফতারকৃত আজিজ মোল্লা সদর উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত আস্তান আলী মোল্লার ছেলে ও শহরের চকরামপুর এলাকার জেনারেল হাসপাতালের মালিক। র্যাব-৫, সিপিসি-২ (নাটোর) ক্যাম্পের এএসপি মোঃ মাসুদ রানা জানান , গোপন সংবাদের ভিত্তিতে শহরের চকরামপুর জেনারেল হাসপাতালে অভিযান চালায় র্যাবের একটি টিম। অভিযানকালে হাসপাতালের ৪র্থ তলায় একটি কক্ষে লুকিয়ে থাকা অবস্থায় আজিজ মোল্লাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিজ মোল্লার বিরুদ্ধে হাসপাতালের রিসিপসনিস্ট (ক্যাশ ম্যানেজার) মিতা খাতুন হত্যা মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। ২০১৮ সালের ১৩ ডিসেম্বর রাতে জেনারেল হাসপাতালের ৫ তলায় মিতা খাতুনকে গলা কেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর নিহত মিতার ভাই শোয়েব হোসেন নাটোর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এরপর থেকেই আজিজ মোল্লা পলাতক ছিলেন। নিহত মিতা খাতুন নলডাঙ্গা উপজেলার নশরতপুর গ্রামের লাল মোহম্মদের মেয়ে মিতা খাতুন। তিনি সেবিকার পাশাপাশি ওই হাসপাতালের অর্থ ব্যবস্থাপক হিসেবেও কর্মরত ছিলেন।