নিজস্ব প্রতিবেদক:
নাটোরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্ধ দিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ। আজ মঙ্গলবার বেলা ১০ টা থেকে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষ্যে প্রার্থীদের মাঝে এই প্রতিক বরাদ্ধ দেওয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, আগামি ৮ মে প্রথম ধাপে নাটোরের সদর,নলডাঙ্গা ও সিংড়া উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নাটোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন। নলডাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন । সিংড়া উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন। এ ছাড়াও
ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়। এদিকে প্রতীক বরাদ্ধের পর পরই নির্বাচনী প্রচারনায় নামে প্রার্থীরা।