নিজস্ব প্রতিবেদক:
অনুমোদনহীন, সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ আদায়, অপরিচ্ছন্ন পরিবেশ সহ বিভিন্ন অভিযোগে নাটোরে ৩টি ডায়াগনষ্টিক সেন্টার ও বেসরকারী হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় প্রাণ এগ্রো কোম্পানীর অঙ্গ প্রতিষ্ঠান আমজাদ খান চৌধুরি (একেসি) ডায়াগনষ্টিক সেন্টার এর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে এই অভিযান চালায় জেলা স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রট জোবায়ের হাবিব।অভিযানে অন্যান্যের উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মোঃ মশিউর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাবুবুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আবু রাসেল সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
সিভিল সার্জন ডাঃ মো মশিউর রহমান জানান, দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে নাটেরেও অভিযান চালানো হয়। অভিযানে সরকার নির্ধারিত টেস্টের ফি এর অতিরিক্ত ফি অর্থ নেওয়া, ল্যাব অপরিস্কার সহ বিভিন্ন অভিযোগে শহরের বড়হরিশপুরের আল সান হাসপাতাল মালিককে ৫০ হাজার টাকা, অনুমোদন না থাকায় মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টার এর মালিককে ৫০ হাজার টাকা এবং ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন না নেওয়ায় আমজাদ খান চৌধুরি (একেসি) ডায়াগনষ্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদন না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সকল ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।