নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গার জামতৈল গ্রামে আগুনে পুড়ে এক কৃষকের দুইটি গবাদি পশু সহ কিছু পুড়ে ভস্মীভূত হয়েছে। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে ওই কৃষক। গত রাতে উপজেলার পিপরুল জামতৈল গ্রামের কৃষক জাবেদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যার পর হঠাৎ করেই ওই বাড়ির গরুর ঘরে আগুন জ্বলে ওঠে। মুহূর্তে তা সারা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশিরা এগিয়ে এসে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস পৌছার পূর্বেই স্থানীয়রা ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । তবে এরই মধ্যেই গোয়াল ঘরে থাকা দুইটি ষাঁড় পুড়ে মারা যায়। এছাড়া অন্যান্য সামগ্রী পুড়ে যায়। জানা যায় , বাড়ির লোকজন ঘরে তালা দিয়ে আত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়েছিল। ধারণ করা হচ্ছে রান্না ঘরের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
কৃষকের দাবি আগামী কোরবানির ঈদের আগে মোটাতাজা করন করে গবাদি পশু দুটো বিক্রি করলে প্রায় আড়াই লক্ষ টাকা দাম হতো। কৃষকের এটিই একমাত্র অবলম্বন। ওই কৃষকের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে জনপ্রতিনিধি সহ সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।