নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার নলডাঙ্গা পৌরসভার হলুদঘর গ্রামে এই দূর্ঘটনা ঘটে । শিশু আব্দুল্লাহ একই গ্রামের সোহেল রানা মরুর ছেলে।
শিশুটির পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, প্রতিদিনের মত শিশু আব্দুল্লাহ বাড়ীর আঙ্গিনায় খেলা করছিল। খেলার করার কোন এক সময় শিশুটি বাড়ীর পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক সময় শিশুর কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা শিশুকে খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে শিশু আব্দুল্লাহর মরদেহ ভাসতে দেখে স্বজনরা। পরে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নলডাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বলেন, তিনি শিশুটির পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনাটি শুনেছেন। পরে তিনি বিষয়টি নলডাঙ্গা থানা পুলিশক অবহিত করেছেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, তিনি স্থানীয় এক জনপ্রতিনিধির মাধ্যমে ঘটনাটি শুনেছেন। পরে ঘটনাস্থলে পুলিশের একটি টিমকে পাঠিয়েছেন।