নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় রেলওয়ের ওভার ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নলডাঙ্গার মাধনগর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার ইমদাদুল হক মিলন ও স্থানীয়রা জানান,ঢাকা থেকে রংপুরগামী-রংপুর এক্সপ্রেস ট্রেন নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের দরজায় দাঁড়িয়ে কিশোর বয়সী একটি ছেলে দরজা দিয়ে রেল লাইন দেখছিল। হঠাৎ অসাবধানতাবসত ওভার ব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে ট্রেন থেকে পড়ে গিয়ে মারা যায় সে। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও রেলওয়ে স্টেশন মাস্টারকে জানান। পরে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখে সান্তাহার জিআরপি থানায় খবর দেয়। সান্তাহার জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছর আইনগত ব্যাবস্থা গ্রহন সহ পরিচয় শনাক্তে কাজ করবেন।