নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় একটি বুটেড ঈগল উদ্ধার করেছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সদস্য সংগঠন’সবুজ বাংলা’ সদস্যরা। আজ বুধবার দুপুরে উপজেলার মাধনগর গ্রাম থেকে এই ঈগলটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়,বুধবার দুপুরে উপজেলার মাধনগর সাব-পোষ্ট অফিস এলাকায় অসুস্থ্য অবস্থায় ঈগলটিকে দেখতে পান তারা। এরপর বিবিসিএফ এর সদস্য সংগঠন সবুজ বাংলার সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ঈগলটিকে উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে নিয়ে যায়। পরে সেকানে ঈগলটিকে প্রাথমিক চিকিৎসা দেয়। প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রতিনিধির নিকট বুটেড ঈগলটি হস্তান্তর করা হয়।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সবুজ বাংলার সাধারন সম্পাদক ফজলে রাব্বী বলেন,বন্যপ্রানী সংরক্ষনে দেশব্যাপী কাজ করছে বিবিসিএফ। সারাদেশে বন্যপ্রানী সংরক্ষণ বিবিসিএফ এর ২০ হাজারের অধিক স্বেচ্ছাসেবীরা কাজ করে।
এই বুটেড ঈগলটি আমরা অসুস্থ্য অবস্থায় পেয়েছি। পরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা প্রদান করে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রতিনিধির নিকট বুটেড ঈগলটি হস্তান্তর করা হয়।
ঈগলটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন,রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইন্ডলাইফ স্কাউট সোহেল রানা,বিবিসিএফ এর প্রচার সম্পাদক ফজলে রাব্বী,আনসার কমান্ডার মুক্তার হোসেনসহ প্রমূখ।