নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে ৬ টি বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় ৬ টির ১২ ঘর সহ ঘরের ভিতরের সবকিছু আগুনে পুড়ে ভস্মিভুত হয়েছে। অগ্নিকান্ডে ঘরের ভিতরে আটকা পড়ে দুধজান বেওয়া নামে এক বৃদ্ধার মৃত্য হয়েছে। আজ রবিবার দুপুরে নাটোর সদর উপজেলা পাইকৈরদোল পূর্বপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত দুধজান বেওয়া ওই এলাকার মৃত মোসলেম উদ্দিনের স্ত্রী। খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনার পরই নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিহস্থদের মাঝে তার নিজস্ব তহবিল থেকে খাদ্য ও বস্ত্র সহ নগদ অর্থ অনুদান প্রদান করেন। এছাও সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও নাটোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে তাদের সহযোগীতার আশ্বাস দেন।
উল্লেখ্য, পাইকৈড়দোল গ্রামে আজ দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আফসার আলী নামে এক ব্যক্তির বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ইয়ার আলী, সিরাজুল, রবিউল, নজরুল ও রুবেলর বাড়ীর ১২ টি ঘর পুড়ে ভষ্মীভূত হয়। অগ্নিকান্ডে ঘরগুলোর সমস্ত মালামাল ও আসবাবপত্র পুড়ে শেষ হয়ে যায়।খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিস সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় ঘরের ভিতরে আটকা পড়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুধজান বেওয়া নামে এক বৃদ্ধা। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।