নিজস্ব প্রতিবেদক:
নাটোরের দূর্গা পুজা মন্ডপ পরিদর্শন করেছেন আনসার ও ভিডিপি রাজশাহী বিভাগীয় ডিডিজি শাহ আহমেদ ফজলে রাব্বী। তিনি বৃহস্পতিবার শহরের পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় আনসার ও ভিডিপি ক্যাম্পের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব অবাধ ও শান্তিপূর্ন করতে তারা সর্বদা কাজ করছে। যেকোন পরিস্থিতি মোকাবেলা করতেও তারা প্রস্তুত। প্রতিটি পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। তাদের কাজ তদারকি করতেও আরো সদস্য নিয়োজিত রয়েছে। সবকিছু মিলিয়ে এবারের দূর্গা পূজা হবে অন্যান্য বছরের চেয়ে অনেক বেশী আনন্দঘন পরিবেশে। তিনি আরো বলেন,প্রতিটি মন্ডপে আনসার সদস্য সহ দায়িত্বরত কর্মকর্তাদের মোবাইল নম্বর টাঙ্গিয়ে রাখা হয়েছে। আমাদের কোন সদস্য যদি দায়িত্ব অবহেলা করে তাহলে তাদের কাছে জানাতে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। আমরা চাই বাংলাদেশে শান্তিপুর্ন পরিবেশে সার্বজনীন দূর্গোৎসব সম্পন্ন হবে। প্রতিমা বিসজ্জন শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের নিরাপত্তা দিয়ে যাবো।