নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বড়াইগ্রামে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ৫ নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়য়রা। আজ মঙ্গলবার সকালে উপজেলার বনপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ও স্থানীয়রা জানান, উপজেলার বনপাড়া বাজার এলাকার মহিষভাঙ্গা সড়কে এক মহিলার গলা থেকে একটি সোনার হার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী নারীরা। পরে মহিলার চিৎকারে স্থানীয়রা সহ আনছার সদস্যরা এগিয়ে গিয়ে তাদের আটক করে বনপাড়া পৌরসভা কার্যালয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বনপাড়া পৌরসভা থেকে ওই ৫ নারী ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতদের মধ্যে একজন গর্ভবতি নারীও রয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য। দেশের বিভিন্ন স্থানে তারা ছিনতাই করে থাকে বলে প্রাথমিকভাবে স্বীকার করে তারা। আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার সোনাতলা ইটখোলা গ্রামের মৃত শরিফুলের মেয়ে নাদিরা বেগম, হবিগঞ্জ জেলার লাখাই থানার বামন গ্রামের আওয়াল হোসেনের গর্ভবতি স্ত্রী পারভিন আক্তার , একই এলাকার মৃত আলমগীর হোসেন স্ত্রী কুলসুমা বেগম, একই এলাকার রমজান আলীর স্ত্রী মালা ও শাহ আলমের স্ত্রী মিনা বেগম।