নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে বিএনপির চলমান অবরোধ কর্মসূচিতে আগুন সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল এবং শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি পালন করেছে। আজ রবিবার বেলা ১১ টার দিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার সামনে থেকে পৌর মেয়রে কেএম জাকির হোসেনের নেতৃত্ত্বে এক বিক্ষোভ মিছিল বের করে নেতা কর্মিরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে এসে শেষ হয়। পরে সেখানে এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে তারা। পরে তারা বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। সমাবেশে বক্তব্যে বলেন, বিএনপি অবরোধ কর্মসূচির নামে আগুন সন্ত্রাস ও নাশকতা করছে। তারা কর্মসুচি দিয়ে ঘরে লুকিয়ে রয়েছে। মাঠে নামার সাহস তাদের নেই। আসলে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তারা তাদের আন্দোলন চালিয়ে যেতে চায়। কিন্তু আওয়ামী লীগ সাধারণ জনগনের সাথে রয়েছে।