নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে ২ টি গরু ও ২ টি ছাগলের মৃত্যু হয়েছে। এছাড়া বসতবাড়ি, গোয়ালঘর, ১৮ মণ রসুন পুড়ে যায়। এতে ক্ষতির পরিমাণ ৪ লাখ ৩২ হাজার টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাকশা উত্তর গ্রামে কোরবান আলী ফকিরের ছেলে কৃষক রফিকুল ইসলামের বাড়িতে এ অগ্নিকান্ড ঘটে। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন ইউএনও আনোয়ার পারভেজ। গৃহকর্তা রফিকুল ইসলাম জানান, রাত ৯ টার ঘুমিয়ে পড়ার পর পরই গরু ও ছাগলের ডাক শুনে উঠে দেখি সারা গোয়াল ঘরে আগুন জ¦লছে। পরে প্রতিবেশীরা চেষ্টা চালিয়ে ও আধা ঘন্টা পর ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।