নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে কৃষি জমিতে কাজ করার সময় হিট স্ট্রোকে বকুল হোসেন (৩০) নামে এক কৃষকের মুত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দাই ইউনিয়নের সাতইল বিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত বকুল হোসেন একই উপজেলার গাড়ফা উত্তরপাড়া গ্রামের হাজী আব্দুর রহিমের ছেলে।
উপজেলার চান্দাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহানাজ পারভীন জানান, প্রচন্ড রোদের মধ্যে সকাল থেকে কৃষি জমিতে কাজ করছিলো কৃষক বকুল হোসেন। কাজের এক পর্যায়ে তীব্র তাপ সহ্য করতে না পেরে অসুস্থ্য হয়ে পড়ে। এ সময় তিনি বিলের মধ্যেকার জলাশয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানে পোঁছানোর আগেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করে বকুলের বাড়িতে পৌঁছে দেয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম বলেন, বিলে কাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে তা হিট স্টোক কিনা সে বিষয়ে সঠিক বলতে পারেননি।