নিজস্ব প্রতিবেদক
“নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এই প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের গুরুত্ব হিসেবে শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ মোকাবেলা মূলক মহড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলার সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে বনপাড়া ফায়ার সার্ভিস এর একটি ইউনিটের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ড সহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলা বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটি পরিচালনা করেন বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম ও লিডার আব্দুল হালিম।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ মিয়া প্রমুখ।