নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে গণধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত নয়ন হোসেনকে গ্রেফতার করেছে র্যাব -৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। গতরাতে উপজেলার খোর্দ্দকাছুটিয়া গ্রামের খেজুরতলা মোড়ের একটি মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আজ সোমবার বেলা ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-৫। গ্রেফতারকৃত নয়ন হোসেন খোর্দ্দকাছুটিয়া গ্রামের মোহম্মদ রায়হানের ছেলে।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর হাসান মাহমুদ জানান, গত ১৮ মে পরিবারের সদস্যদের উপর অভিমান করে বনপাড়া থেকে একটি বাসে উঠে ঢাকায় চলে যায় ভিকটিম। ঢাকায় পৌঁছানোর পর নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসার জন্য সে ওই বাসেই বসে থাকে। পরে বাসের মধ্যে ফরিদুল ইসলাম নামে একজনের সাথে তার পরিচয় হয়। এ সময় ফরিদুল তাকে বাড়ীতে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় ফিরিয়ে নিয়ে আসে। পরে রাত ১১ টার দিকে ফরিদুল ভিকটিমকে বড়াইগ্রাম উপজেলার খোর্দ্দকাছুটিয়া গ্রামের বাবুল মোল্লার ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে যায়। সেখানে নয়ন হোসেন ও ফরিদুল ইসলাম সহ কয়েকজন যুবক তাকে গণধর্ষন করে ফেলে রেখে চলে যায়। ঘটনার পরের দিন ১৯ মে ভিকটিম নিজে বাদী হয়ে নয়নকে প্রধান আসামী করে ফরিদুল ইসলামের নাম সহ কয়েকজনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। পরে মামলার তদন্তকারী অফিসার অভিযুক্তদের গ্রেফতারের জন্য র্যাবের কাছে সহযোগিতা চায়। পরে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে নয়ন হোসেনের অবস্থান শনাক্ত করে খোর্দ্দকাছুটিয়া গ্রামের খেজুরতলা মোড়ের একটি মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত নয়নকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।