নিজস্ব প্রতিবেদক:
৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় মনোনয়ন পত্র প্রত্যাহারের আজ শেষ দিনে ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছে। আজ রবিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রির্টানিং কর্মকর্তা আরিফ হোসেন বরাবর আবেদন করে নির্ধারিত সময় বিকেল ৪ পর্যন্ত সময়ের মধ্য তারা তাদের প্রার্থীরা প্রত্যাহর করে নেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, বড়াইগ্রাম ও গ্ররুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র উত্তোলন করে জমা দেন চেয়ারম্যান পদে ১১ জন,ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী। এরমধ্যে বড়াইগ্রাম উপজেলয় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। এছাড়াও গুরুদাসপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন , পুরুষ ভাইস চেয়ারম্যান ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। আজ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান পদের ৩ জন প্রার্থী ব্যাক্তিগত কারন দেখিয়ে তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন এবং গুরুদাসপুর উপজেলায় একজন চেয়ারম্যান পদ প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। আগামি ২৯ মে এই দুই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।