নাটোরের বড়াইগ্রাম থেকে ডাকাতি হওয়া প্রাইভেট কার পাবনা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ডাকাতির ঘটনায় ৫ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। আজ শনিবার নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। গ্রেফকারকৃত ডাকাতরা হলেন, পাবনা সদরের গয়েশপুর রথখোলা এলাকার এস্কেন প্রামানিকের ছেলে জাহাঙ্গীর ওরফে জ্যাক, সাদিরাজুপর গ্রামের সাইফুল প্রামাণিকের ছেলে হৃদয়, একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে সোহেল রানা, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাঁশ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আশরাফুল ইসলাম এবং লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম মান্দারী গ্রামের লুৎফর রহামনের ছেলে মাহবুবুর রহমান শাওন।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ১২ মে রনি নামে এক চালককে সাভার থেকে পাবনা যাওয়ার কথা বলে তার প্রাইভেট কারটি ভাড়া করে এক ব্যক্তি। পরে তারা রাতেই পাবনা পৌঁছে। পাবনায় পৌছানোর পরে ভাড়ার কিছু টাকা কম আছে বলে চালককে পাবনা শহরের গাছপাড়া এ লাকায় নিয়ে যায় যাত্রীরা। এ সময় আগে থেকেই সেখানে অপেক্ষমান কয়েকজন ডাকাত সদস্য প্রাইভেট কার চালক রনির হাত-পা ও মুখ কস টেপ দিয়ে বেধে ফেলে এবং চালককে পিছনের ছিটে বসিয়ে রাখে। পরে প্রাইভেট কারটি নিয়ে ডাকাত সদস্যরা নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া -দাসুরিয়া সড়কের একটি নির্জন স্থানে গিয়ে চালক রনিকে ফেলে দিয়ে প্রাইভেট কারটি নিয়ে পালিয়ে যায়। পালানোর সময় চালক রনির মোবাইল ফোন ও মানি ব্যাগে থাকা টাকা ছিনিয়ে নেয় তারা। পরের দিন সকালে স্থানীয়দের সহযোগীতায় রনি মুক্তি পেয়ে ঘটনাটি বড়াইগ্রাম পুলিশকে অবহিত করেন এবং অজ্ঞাত ৫জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগীতায় পাবনা জেলা গোয়েন্দা পুলিশকে সাথে নিয়ে পাবনা সদর উপজেলার গয়েশপুর রথখোলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকার জাহাঙ্গীর ওরফে জ্যাকের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয় এবং ডাকাতি করা প্রাইভেট কারটি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে গত ১৯ ও ২০ মে আশুলিয়া থানা পুলিশের সহযোগীতা নিয়ে ঘটনার সাথে জড়িত বাঁকী ৪ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হলে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দী দেয়। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, বড়াইগ্রাম সার্কেলে সহকারী পুলিশ সুপার হারুন অর রশীদ সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।