নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় গ্রামীণ ট্রাভেলর্সের একটি যাত্রীবাহী কোচ থেকে একশ গ্রাম হেরোইন সহ আল্লাম হোসেন আলম (৫৫) নামে এক যাত্রীকে আটক করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া বাইপাস মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত আল্লাম হোসেন আলম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কানা পাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। দুপরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, নিয়মিত তল্লাশী অভিযানের অংশ হিসেবে বনপাড়া বাইপাস মোড়ে অভিযান চালায় বনপাড়া হাইওয়ে পুলিশের একটি টিম। অভিযানকালে রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলর্সের একটি যাত্রীবাহী কোচে তল্লাশী করা হয়। তল্লাশীকালে কোচের ভিতরে বসে থাকা এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক হলে তার দেহ তল্লাশী করা হয়। এসময় তার কাছ থেকে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো অবস্থায় একশ গ্রাম হেরোইন উদ্ধার ও তাকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।