নাটোরের বাগাতিপাড়ায় করোনা আক্রান্ত হয়ে মাহমুদা সুলতানা নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ ঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাহমুদা সুলতানা বাগাতিপাড়া উপজেলার বড় বাঘা মৌল্লিকপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী ও নূরপুর মালঞ্চি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলায় এই প্রথম মৃত্যু। নিহত শিক্ষিকার পরিবারে সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই মাহমুদা সুলতানার শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। পরে সেগুলো করোনা উপসর্গ হওয়ায় গত ২০ জুন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। এরপর তার নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ রেজাল্ট আসে। এরপর সে নিজ বাড়ীতেই চিকিৎসাধীন ছিলেন। বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় তার জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে তাকে গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাদত হোসেন জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তাঁর এই মৃত্যুতে বাগাতিপাড়া শিক্ষক পরিবারের পক্ষ থেকে শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ ফরিদুজ্জামান মাহমুদা সুলতানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।