নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে পড়ে আল মাহামুদ রিয়াদ নামে অষ্টম শ্রেনীর ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার কাকফো পুরাতনপাড়ায় এই ঘটনাটি ঘটে। নিহত আল মাহামুদ রিয়াদ একই এলাকার আব্দুর রহিমের ছেলে ও জিগড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা বলেন,আল মাহামুদ রিয়াদ তাদের পাশের মহল্লা থেকে প্রাইভেট পড়ে বাড়ীতে ফিরছিল। পথে পা পিছলে পুকুরে পড়ে যায় রিয়াদ। এ সময় সাঁতার না জানার কারনে রিয়াদ পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা পুকুরের পানিতে রিয়াদকে ভাসতে দেখে তাকে উদ্ধার নাটোর সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।