ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বের করা নাটোরের বিক্ষোভ মিছিল থেকে ১৭ জন জামায়াত নেতা-কর্মিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে শহরের হরিশপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে পুলিশের দাবী রাষ্ট্র বিরোধী গোপন বেঠৈক করার সময় বড়হরিশপুর এলাকার একটি বাড়ী থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জামায়াত নেতাদের দাবী তারা শান্তিপূর্ন মিছিল বের করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং তাদের নেতা-কর্মিদের আটক করে থানায় নিয়ে যায়। তারা কোন বাড়ীতে মিটিং করছিলো না।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড়হরিশপুর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি টিম। অভিযাকালে একটি বাড়ীতে বসে রাষ্ট্র বিরোধী বৈঠক করা অবস্থায় জামায়াতের ১৭ জন নেতা-কর্মিকে আটক করা হয়। পরে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দলীয় বৈঠকের সত্যতা স্বীকার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী কার্যকলাপে যুক্ত ও রাষ্ট্রের ক্ষতিসাধন করতে পারে এই অভিযোগে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাদের আদালতে প্রেরণ করা হবে।