নাটোর প্রতিনিধি: নাটোরে বেসরকারি দুইটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এই অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, ডাঃ মাহবুবুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকার শুভেচ্ছা হাসপাতালে অভিযান চালানো হয়।
এ সময় হাসপাতালটির বৈধ কাগজ পত্র না থাকায় এবং যথাযথ চিকিৎসা ব্যবস্থা না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে শহরের বড়হরিশপুর এলাকায় অনুমোদনের চেয়ে বেশি বেড রাখা, যথাযথ চিকিৎসা ব্যবস্থা না থাকাসহ নানা অনিয়মের কারণে জনতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এক লাখ ৪৫ হাজার জরিমানা করা হয়। এছাড়াও কান্দিভিটুয়া এলাকার জমেলা ডায়াগনষ্টিক সেন্টারের মালিক পক্ষকে না পাওয়ায় তা সীলগালা করে দেওয়া হয়। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।