নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে মোটার সাইকেল আরোহী স্কুল শিক্ষিকা রওশন আরার মৃত্যু হয়েছে। এ সময় নিহতের স্বামী স্কুল শিক্ষক ফিরোজ আহমেদ আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার নগর ইউনিয়নের বাঘাট গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে। শিক্ষক দম্পতি নগর ইউনিয়নের সাতইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ও স্থানীয়রা জানান, সকালে শিক্ষক দম্পতি মোটর সাইকেল চালিয়ে তাদের কর্মস্থল সাতইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে বাঘাট গ্রামে পাবনার ঈশ্বরদী থেকে বড়াইগ্রাম গামী একটি ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই শিক্ষিকা রওশন আরা মারা যান এবং আহত হন তার স্বামী ফিরোজ আহমেদ। এ সময় নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটিও পড়ে যায় সড়কের পাশের খাদে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয় এবং আহত স্বামীকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদিকে দূর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপারের কোন সন্ধ্যান পাওয়া যায়নি। ট্রাকটি উদ্ধারের ব্যাবস্থা নেওয়া হয়েছে।