নাটোরের বড়াইগ্রামের নাটোর-পাবনা মহাসড়কে দুইটি মাল বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন আহম্মেদ নামে একজন ট্রাক চালক নিহত হয়েছে। এ সময় একই ট্রাকের হেলপার শুভ ও আলী হোসেন নামের অপর দুইজন আহত হয়। নিহত ট্রাক চালক শাহিন আহম্মেদ নাটোর শহরের উত্তর পটুয়াপাড়া এলাকার খলিলের ছেলে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বনপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই র্দূঘটনাটি ঘটে।
নাটোরের বনপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনপাড়া ফায়ার সার্ভিস এলাকায় নাটোর থেকে ছেড়ে আসা একটি ভুট্টা বোঝায় ট্রাকের সামনের চাকা পাংচার নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি চিনি বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভুট্টা বোঝাই ট্রাকের চালক শাহিন আহম্মেদ নিহত হয় এবং আহত হয় আরো দুইজন। এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করেন। নিহত চালকের মরদেহটি বনপাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়। সকালে ময়না তদন্তের জন্য নাএটার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।