নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল বেপারী (৪০) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ভরতপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। তিনি একই এলাকার এলাকার দুলাল বেপারীর ছেলে।
স্থানীয় পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন জানান, কাঠ ব্যবসায়ী কামাল তার নির্মাণাধীন বাড়ির ইটের দেয়ালে পানি দিচ্ছিল। এসময় অসাবধানতা বসত বৈদ্যুতিক লাইনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।