নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে শ্যালো ইঞ্জিন চালিত ভুটভুটির ধাক্কায় আহত যুবক মোটরসাইকেল চালক আরিফুল ইসলামের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে বনপাড়া – হাটিকুমরুল মহাসড়কের উপজেলার আগ্রান এলাকায় ফিডার সড়কে এ দূর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। নিহত আরিফুল বনপাড়া পৌর শহর এলাকার সরদারপাড়ার আনিসুর রহমানের ছেলে ও কোহিনুর কেমিক্যাল কোম্পানির সেলস ম্যান হিসেবে চাকুরি করতেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ও স্থানীয়রা জানান, আরিফুল ইসলাম তার কাজ শেষ হরে প্রতিদিনের মত মোটরসাইকেল যোগে নিজ বাড়ীতে ফিরছিলেন। পথে আগ্রান বাজার এলাকায় পৌছালে শ্যালো ইঞ্জিল চালিত একটি ভুটভুটি গাড়ী তার মোটরসাইকেলকে চাপা দিলে আরিফুল ইসলামের মাথায় আঘাত পায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ভুটভুটি গাড়ীটি জব্দ করা হয়েছে। ভুটভুটি চালককে আটকের চেষ্টা চলছে।