নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে ইট বোঝাই পাওয়ার ট্রলি উল্টে ট্রলির চালক তরিকুল ইসলামের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার ২নং ঈশ্বরদী ইউপির লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম উপজেলার লালপুর ইউনিয়নের বাকনা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় ২নং ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু ও স্থানীয়রা বলেন, তরিকুল ইসলাম পাওয়ার ট্রলিতে ইট বোঝাই করে লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর দিয়ে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রন হারিয়ে ইট বোঝাই ট্রলিটি খাদে পড়ে যায়। এসময় ট্রলির ইটের নিচে তরিকুল চাপা পড়লে সে গুরুত্বর আহত হয়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে এসে গুরুত্বর আহত অবস্থায় তরিকুলকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় সেখানে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।