নাটোরের লালপুরের একটি আম গাছ থেকে এটিএন নিউজ টিভির প্রোগ্রামের বাদ্য বাদক রেজাউল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের কৃষ্ণরামপুর এলাকার একটি আম বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রেজাউল রাজশাহীর বাঘা উপজেলার দিঘা গ্রামের আয়েস বাদলের ছেলে ও এটিএন নিউজ টিভির Unsung Stars প্রোগ্রামের নিয়মিত বাদ্য বাদক ছিলেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের নিখিল সরকারের মেয়ের বিয়েতে বাদ্য বাজাতে আসে পাশ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলার দিঘা গ্রামের আয়েস বাদলের ছেলে রেজাউল সহ সঙ্গীরা। বাজনা বাজানোর কোন এক সময় সে সকলের চোখের আড়ালে চলে যায় রেজাউল। এরই এক পর্যায়ে নিখিল সরকারের বাড়ির অদুরে একটি আম বাগানের আম গাছের ডালে কাঁচা পাট দিয়ে গলায় ফাঁস লাগানো রেজাউলের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে আজ রবিবার ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে মৃত্যুর সঠিক রহস্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।