নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট ও উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যর বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আওতাধীন ৪ হাজার একশ কৃষকের মাঝে এক কেজি করে পাটের বীজ, ১ হাজার তিন শত জনের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ ও প্রত্যােকে ১০ কেজি করে D A P এবং সার M O P সার প্রদান করে । পরে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আওতায় ৮ জন অসহায় গরীব দুঃস্থ দের মাঝে সেলাই মেশিন বিতরন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে টিআর খাবিখা প্রকল্পের ৪৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর ১ (বাগাতিপাড়া – লালপুর) আসনের এমপি শহিদুল ইসলাম বকুল, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিক, দুড়দুড়িয়া ইউনয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, লালপুর উপজেলার কৃষি অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কমর্কতা শাহিনা সুলতানা।