নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরের আজিম নগর রেল স্টেশনে আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আবেদা খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আবেদা খাতুন উপজেলার গোপালপুর বাজারের আবু হোসেনের মেয়ে। আজ শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের পাশে কেবিনপাড়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুর পরিবারের সদস্য ও প্রতক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে বাড়ি হওয়ায় আবেদা খাতুন অসতর্কভাবে রেললাইন পাড় হয়ে বাড়ি ফিরছিল। এ সময় দুপুর ১২টা ২০ মিনিটের দিকে চিলাহাটি গামী রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আবেদা খাতুন ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে শিশুর বাড়ী নিয়ে যায়।
এ বিষয়ে আজিম নগর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউদ্দিন মাহমুদ তিনি দুর্ঘটনায় শিশুর মৃত্যুর কথা শুনেছেন ।