নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে ফিরোজা বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতরাতের কোন এক সময় এই দুর্ঘটনাটি ঘটে। আজ মঙ্গলবার সকালে উপজেলার আজিমনগর স্টেশন সংলগ্ন গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থানের সামনে থেকে ওই বৃদ্ধার মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধা ফিরোজা বেগম উপজেলার গোপালপুর পৌরসভার ভুঁইয়াপাড়া গ্রামের মৃত ঝড়ু প্রামানিক মেয়ে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রাত সাড়ে ১০ টার দিকে বাড়ী থেকে বের হয়ে পাশের এলাকায় যাওয়ার জন্য। এরপর তিনি আর বাড়ীতে ফিরে আসেনি। বিভিন্ন স্থানে তার খোঁজ করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। সকালে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন ফিরোজা বেগমের মরদেহটি গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থানের সামনে রেললাইন এর পাশে পড়ে রয়েছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। পরে ঘটনাটি স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুজ্জামান রোমেল জানান, এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।