নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক,হেলপার ও আম ব্যবসায়ী সহ অন্তঃত ৮ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার লালপুর-বাঘা সড়কের মাধবপুর ঠাকুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে। আহতরা হলো, লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের দুলাল,আল মামুন ও টোকন। কুষ্টিয়ার রেজাউল করিম,সেলিম, রাহেন আলী, শুকুর আলী ও শামসুল।
স্থানীয়রা জানায়, রাজশাহীর বাঘা থেকে ছেড়ে আসা লালপুরগামী আম বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় ট্রাকের চালক,হেলপার ও আম ব্যাবসায়ী সহ ৮ জন আহত হয়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাঁকী ৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু পুলিশ পৌছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হয়েছে। তারা বর্তমানে শংকামুক্ত রয়েছেন। তবে এ ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি।