নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে নিজের মুরগীর খামারে বেঁজি মারা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে রিনা শীল নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে রিনার বাড়ীর মুরগীর খামারে এই ঘটনা ঘটে। নিহত রিনা শীল ফুলবাড়ী গ্রামের মৃত সমর চন্দ্র শীলের স্ত্রী।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মেহেদী হাসান ও নিহতের পরিবারের সদস্যরা জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে ছেলে মেয়েদের নিয়ে নিজ বাড়ীতে মুরগীর খামার করে সংসার চালাচ্ছিলেন রিনা শীল। গত কয়েকদিন ধরে খামারে বেঁজি ঢুকে ১২০টি মুরগি মেরে ফেলে। এরপর সেই বেঁজি নিধন করতে খামারের চারপাশে লোহার তারের সাথে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। আজ সকালে খামারে মুরগীর পরিচর্যা করার সময় অসাবধানতায় বিদ্যুৎ সংযোগের সেই তারে পা দেন। এতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই রিনা শীল মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী,দয়ারামপুর পল্লী বিদ্যুতের সাব- জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার আকরাম হোসেন।
পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহের শেষকৃত্য করার অনুমতি দেয় স্থানীয় প্রশাসন।