নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে সড়ক পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় রেহেনা খাতুন (৫০) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার তিলকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা খাতুন তিলকপুর গ্রামের আনছার আলীর স্ত্রী। এ ঘটনায় প্রাইভেটকার সহ তার চালক এম এ হান্নানকে আটক করেছে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, রেহেনা খাতুন বাড়ী থেকে বের হয়ে বাড়ীর বিপরীতে একটি মুদি দোকানে যায় কিছু কেনাকাটা করতে। কেনাকাটা শেষে দোকান থেকে ফেরার সময় রাস্তা পারাপার হচ্ছিলেন তিনি। এ সময় রাজশাহী থেকে পাবনাগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকার সহ চালক এম এ হান্নানকে আটক করা হয়েছে। বর্তমানে মরদেহটি পুলিশ হেফাজতে রয়েছে তবে এখনো কেউ কোন অভিযোগ করেনি থানায়।