নাটোরের লালপুরে বজ্রপাতে বাকের আলী (৫৫) ও সাইদুল ইসলাম (৩৮) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার পুরাতন ঈশ্বরদী ও দিয়ার শংকরপুর গ্রামে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন,উপজেলার মোহরকয়া গ্রামের হারান মালিথার ছেলে বাকের আলী ও বেরিলাবাড়ী গ্রামের খোদাবক্সের ছেলে সাইদুল ইসলাম।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ও স্থানীয়রা জানান, উপজেলা মোহরকয়া গ্রামের বাকের আলী পদ্মা নদীর চর থেকে কৃষি কাজ করে বাড়ীতে ফিরছিল।
ফেরার পথে উপজেলার দিয়াড় শংকরপুর নামক স্থানে পৌছালে প্রচন্ড গতিতে বজ্রপাত হয়। বজ্রপাতে বাকের আলী আহত হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপরদিকে লালপুরের পুরাতন ঈশ্বরদী এলাকায় কৃষি কাজ করে ফেরার পথে বজ্রপাতে সাইদুল ইসলামের মৃত্যু হয়। সাইদুল ইসলাম আরামবাড়িয়া শেখের চরে শ্বশুর বাড়িতে থাকতেন।