নাটোরের লালপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফরিদ উদ্দিন আলম (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার লালপুর-বাঘা সড়কের রহিমপুর উধনপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ উদ্দিন আলম লালপুরের দুড়দুড়ীয়া ইউনিয়নের মনিহারপুর গ্রামের মৃত আলীমুদ্দিন মণ্ডলের ছেলে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী সার ও কীটনাশক ব্যবসায়ী ফরিদ উদ্দিন আলম বৃহস্পতিবার বিকেলে উপজেলার লালপুর-বাঘা সড়কের রহিমপুর উধনপাড়া দিয়ে মোটরসাইকেল যোগে রহিমানপুরে যাচ্ছিলেন। পথে উধনপাড়া নামক স্থানে পৌছালে বাঘাগামী যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় মোটরসাইকেল চালক ছিটকে সড়কের পড়ে আহত হয়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, তিনি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তবে বাসটি পালিয়ে যাওয়ায় বাসের চালক বা তার সহযোগি কাউকে আটক করা সম্ভব হয়নি।