নিজস্ব প্রতিবেদক
নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরী ও বিক্রয়ের অপরাধে বাদশা মিয়া নামে এক গুড় ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করেছে র্র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভেজাল গুড় ব্যবসায়ী বাদশা মিয়া উপজেলার খাঁ পাড়া গ্ৰামের শমসের আলীর ছেলে।
র্যাব-৫, নাটোর সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার খাঁ পাড়া গ্রামের বাদশা মিয়া দীর্ঘদিন ধরেই ভেজাল গুড় তৈরি ও বাজারজাত করে আসছে। এরই প্রেক্ষিতে শনিবার দুপুরে বাদশা মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে র্র্যাব সদস্যরা। এ সময় ভেজাল গুড় তৈরী ও সংরক্ষণ করার সময় তাদের হাতেনাতে আটক এবং ওই কারখানা থেকে বিপুল পরিমান ভেজাল গুড় জব্দ করা হয়। পরে সন্ধ্যায় আটককৃত বাদশা মিয়াকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এসময় আটককৃত বাদশা মিয়া আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনের আদালতে তার অপরাধের দায় স্বীকার করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক বাদশা মিয়াকে ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণ এবং বিক্রির দায়ে তিন লাখ টাকা জরিমানা করেন। এছাড়াও ভ্রাম্যমান আদালতের নির্দেশে জব্দকৃত ভেজাল গুড়গুলো ধ্বংস করা হয়েছে ।