নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের আড়বাব পুর্বপাড়া এলাকায় সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, লালপুরের আড়বাব ইউনিয়নের আড়বাব পূর্ব পাড়া গ্রামের বজলুর রহমানের বাড়ীর সামনের রাস্তার পাশে অপরিচিত এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে এমন সংবাদ দেয়। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধারের পর সুরৎহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পরিচয় পাওয়া সম্ভব হবে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গতরাতে তাকে অন্য কোন স্থানে হত্যার পর মরদেহটি এই এলাকায় ফেলে রাখা হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন হবে বলে তিনি মনে করেন।