নাটোর লালপুরে সিএনজি ও বাইসাইকেলে সংঘর্ষে বাইসাইকেল চালক জামির আলীর মৃত্যু হয়েছে। আজ শনিবার রাতে উপজেলার বাঘা – লালপুর মহাসড়কেরর হাজীর মোড় নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত জামির আলী উধনপাড়া (বাগাতবাড়ি) গ্রামের মৃত ফয়েন মন্ডলের ছেলে। ঘটনার পর সিএনজি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যায়।
নিহতের পরিবারের স্বজনরা ও স্থানীয়রা জানায় শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উধনপাড়া (বাগাতবাড়ি) গ্রামের মৃত ফয়েন মন্ডলের ছেলে জামির আলী আম বাগান পাহারা দেওয়ার জন্য বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে লালপুর-বাঘা সড়কের হাজীর মোড় নামক স্থানে পৌছালে লালপুর থেকে ছেড়ে আসা সবুজ রংয়ের একটি সিএনজি গাড়ী সাথে মুখোঁমুখি সংঘর্ষ হয়। এতে জামির আলী ছিটকে সড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর জখম হয়।
স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে সিএনজি গাড়ীটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়। এলাকাবাসীর অভিযোগ মোড়ের পার্শ্বে খড় কুটার পালা থাকায় পথচারীরা ওই রাস্তা পারাপার হতে প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হয়। এছাড়াও মাঝে মাঝে ছোট বড় দূর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের নজরদারী প্রয়োজন বলে মনে করেন তারা।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সিএনজি গাড়ীটি জব্দ করা হয়েছে চালকের বিষয়ে খোঁজখবর করা হচ্ছে।