নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি সহ আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতরাতে উপজেলার চংধুপইল ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ী থেকে পিস্তল ও গুলি উদ্ধার এবং আব্দুর রাজ্জাককে লালপুরের আব্দুলপুর রেল স্টেশন এলাকা থেকে আটক করা হয়। আটককৃত আব্দুর রাজ্জাক চংধুপইল ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের কাঁচু মন্ডলের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন জানান, লালপুরের আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টহল টিম ডিউটি করার সময় সোর্সের মাধ্যমে সংবাদ পা চংধুপইল ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের জনৈক আব্দুর রাজ্জাক অবৈধ অস্ত্রসহ তার নিজ বসতবাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে টহল টিমের ইনচার্জ এসআই মানিক উর্দ্ধোতন কর্মকর্তাকে অবহিত করে। পরে উর্দ্ধোতন কর্মকর্তার নির্দেশে আব্দুর রাজ্জাকের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুর রাজ্জাক পালিয়ে যায়। এ সময় ঘরে তল্লাশী করে একটি ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশি রিভলভার ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় এবং রাজ্জাককে আটকের জন্য অভিযানে নামে পুলিশের আরো দুইটি টিম। রাতভর অভিযান চালিয়ে ভোরে আব্দুলপুর রেল স্টেশন এলাকা থেকে তাকে করে পুলিশ। প্রাথমিকভাবে আব্দুর রাজ্জাক অস্ত্র ও গুলি বিক্রয়ের জন্য অবৈধভাবে তার হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র সংরক্ষনের অভিযোগে মামলা দায়ের করে আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।