নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর থেকে সখিনা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বরমহাটি অর্জুনপুর গ্রামের একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সখিনা বেগম একই এলাকার আকবর আলীর স্ত্রী।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ও স্থানীয়রা জানান, গতকাল সখিনা বেগম তার অসুস্থ্য স্বামীর সাথে ঝগড়া করে বাড়ী থেকে বের হন। এরপর সে আর বাড়ীতে ফিরে আসেনি। একই গ্রামে নিহতের বাবার বাড়ী হওয়ায় পরিবারের লোকজন ভেবেছিল সখিনা বেগম তার বাবার বাড়ীতে গেছেন। পরে আজ বেলা সাড়ে ১১টার দিকে নিহতের বাড়ী থেকে প্রায় হাফ কিলোমিটার দুরে আজাহার উদ্দিনের পুকুর পাড়ে কলা গাছের নিচে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় নিহতের স্বজনরা মরদেহটি সখিনা বেগমের বলে শনাক্ত করেন। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ। তবে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওনা যায়নি। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।