নিজস্ব প্রতিবেদক
আজ নাটোরের অবিসংবাদিত প্রয়াত আওয়ামীলীগ নেতা ও সাবেক এম পি শংকর গোবিন্দ চৌধুরীর ২৪ তম মৃত্যু বার্ষিকী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হচ্ছে। আজ শুক্রবার নাটোর সদর উপজেলার ছাতনী শ্মশানবেদিতে পুষ্পার্ঘ অপর্ণ ও শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রয়াত আওয়ামীলীগ নেতা শংকর গোবিন্দ চৌধুরীর মেয়ে পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক এডঃ মালেক শেখ, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ তালুকদার বাচ্চা,মহিলা নেত্রী আঞ্জুমান আরা পপি,জেলা যুবলীগের সাধারন সম্পাদক রুহুল আমীন বিপ্লব,নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন,সাধারন সম্পাদক বাপ্পী লাহিড়ী,সাঙবাদিক পরিতোষ অধিকারী, পৌর কাউন্সিলর এনামুর রহমান চিনু, জয়কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি খগেন্দ্র নাথ সাহা,সাধারন সম্পাদক সুব্রত কুমার কর্মকার সহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শংকর গোবিন্দ চৌধুরী ১৯২৬ সালের ৪ মার্চ নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ভাবনী গ্রামে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবা ছিলেন ছাতনীর জমিদার জ্ঞানদা গোবিন্দ চৌধুরী। তিনি (শংকর গোবিন্দ চৌধুরী) ১৯৫৪ সালে রাজনীতিতে যোগদান করেন। ৬৬’র ছয় দফা আন্দোলনের সময় তিনি এক বছর কারা ভোগ করেন। এরপর নাটোর পৌর সভার কমিশনার ও পরে চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭০ এর নির্বাচনে এমসিএ নির্বাচিত সহ ৭ তম জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনি বঙ্গবন্ধু সরকারের সময় নাটোরের গর্ভনর নিযুক্ত হন। ১৯৯৫ সালের এই দিনে তিনি পরলোকগমন করেন। তিনি মৃত্যুর পুর্ব পর্যন্ত জেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামীলীগ নেতা শংকর গোবিন্দ চৌধুরী ছিলেন নাটোরের সব ধর্মের মানুষের প্রিয়জন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এনে দেয় শুন্যতা । তাই বছর ঘুরে দিনটি ফিরে এলে নানা আয়োজনের মাধ্যমে প্রিয় এই মানুষটিকে শ্রদ্ধাভরে স্মরণ করেন নাটোরবাসী।