নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় এলাকায় আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে কুপিয়ে আব্দুল মোতালেবের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা। এ সময় আরো তিনজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে সিংড়ার সুকাশ ইউনিয়নের লক্ষীকোলা গ্রামে এই ঘটনা ঘটে। আহত মোতালেবকে বগুড়ায় চিকিৎসার জন্য নিয়ে যায় এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও স্থানীয়রা জানান,জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াকুব আলীর ছেলে ইকবাল গ্রুপ ও শরিফুল গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এদের মধ্যে মাঝে মাঝেই হাতাহাতির ঘটনা ঘটে। আজ রাতে শরিফুল গ্রুপের লোকজন বাজারে অবস্থান করাকালে ইকবাল গ্রুপের সদস্যরা তাদের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। এর এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ইকবাল গ্রুপের ধারালো অস্ত্রের আঘাতে মোতালেবের ডান হাতের কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হয় আরো তিনজন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতরা হল লক্ষ্মীখোলা গ্রামের মৃত আসমত আলীর ছেলে আব্দুল খালেক, আব্দুল খালেকের ছেলে শাহীন ও রুহুল আমিনের ছেলে আব্দুল মুন্নাফ।