নাটোরের সিংড়ায় কলেজ শিক্ষার্থী মেয়ে নুসরাত জাহান তৃপ্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পিতা আব্দুল আওয়ালের বিরুদ্ধে। আজ বুধবার সকালে উপজেলার ছোট চৌগ্রাম গ্রামে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত নুসরাত জাহান তৃপ্তি সিংড়া গোল ই আফরোজ সরকারী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জিজ্ঞাসাবাদের জন্য তৃপ্তির বাবা ও মাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর এ আলম সিদ্দিকি জানান, মেয়ের উপবৃত্তির টাকা পরিবারের কাজে খরচ করা নিয়ে বেশ কিছু দিন ধরেই বাবা ও মেয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এনিয়ে গতকাল রাতে তাদের ঝগড়া হয়। এরই জের ধরে আজ সকালে পুনরায় তাদের ঝগড়া শুরু হয়। ঝগড়ার এই পর্যায়ে বাবা তার মেয়েকে মারধর করে শ্বাসরোধ করে হত্যা এমন অভিযোগ এলাকাবাসীর। পরে ঘটনাটি চাপা দিতে মেয়েকে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রেখে আত্নহত্যা করেছে বলে প্রচার করে তৃপ্তির বাবা ও মা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের চিহ্ণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য তৃপ্তির বাবা ও মাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।