নিজস্ব প্রতিবেদক
নাটোরের সিংড়ায় খালের পানিতে ডুবে ফাহিম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামে বাড়ীর পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম শালমারা গ্রামের রুবেল সরদারের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মত আজও বাড়ীর পাশে খেলা করছিল ফাহিম। খেলার কোন এক সময় সে পাশের খালের পানিতে পড়ে যায়। অনেক সময় তার কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করেন। কিন্তু আশেপাশে কোথাও তার সন্ধ্যান পাওয়া যায়না। পরে স্থানীয়রা শিশুটিকে বাড়ীর পাশের ঝোপ জঙ্গলে খোঁজাখুজির এক পর্যায়ে খালের পানিতে শিশু ফাহিমকে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।